দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেজিষ্ট্রার মোঃ জিয়াউল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের আপামর জনসাধারণের প্রতিবাদী কন্ঠস্বর। ১৯৪৭ সালের দেশ ভাগের পর তিনি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র দেশ ভাগ হয়েছে কিন্তু বাঙ্গালী জাতির ভাগ্য পরিবর্তন হবেনা।
তিনি তার সন্তান ও পরিবারকে আপন করতো না, পুরো বাঙ্গালী জাতিকে তিনি তার পরিবার মনে করতেন। যিনি এই দেশকে, দেশের মানুষকে এত ভালোবাসতেন সেই মানুষটিকে কুলাঙ্গারের দল ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে।
সভাপতি তার বক্তব্য বলেন, আজকে আমরা যারা এখানে বসে আছি, কথা বলছি সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে। দলিল লিখকরা এই করোনাকালীন সময়েও বসে ছিলোনা। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে তারা দিনরাত পরিশ্রম করেছেন। এতে করে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
তাই আগস্ট মাসের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। ফতুল্লা থানা দলিল লিখক সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সাব রেজিস্ট্রার হায়দার আলী খান, সদর থানা দলিল লিখক সমিতির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কলিমউদ্দিন, জসিম, কাজী ইসলাম মিয়া সহ প্রমুখ।