দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ সদর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় জেলা ছাত্রসমাজের আহ্বায়ক শাহাদাত হোসেন রূপু ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল এর নির্দেশে আহবায়ক কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ প্রয়াত সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার (২৮ আগষ্ট) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলার আহবায়ক ওসমানগনি জুয়েল ও সদস্য সচিব এস এম নাফিস রহমান।
এ সময় আহবায়ক কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিক আহমেদ মাসুম, রাফা আহমেদ, শিহাব, মোহাম্মদ কবির হোসেন, লোকমান সরকার টিটু, রুবেল হাসান শুভ, কাশেম হাওলাদার, আবু সায়েম অনিক, মোহাম্মদ মহসিন, সোহান হোসেন দূর্জয়, আশিকুল ইসলাম আকাশ, সাইফুল ইসলাম বাবু, ফয়সাল আহমেদ বাবু, মোহাম্মদ সানী, মোহাম্মদ শাওন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ সরকার, মোহাম্মদ আলী ইসলাম, আলিমুল ইসলাম আকাশ।