দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আলোচিত সাতখুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনকে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ৭টি মামলায় আদালতে হাজির করা হয়।
বুধবার (১৯ আগষ্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাকে তোলা হয়।
আদালত সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ৭টি চাঁদাবাজী মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ সাতটি মামলায় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে সাক্ষ্য গ্রহন করা হয়। স্বাক্ষী অনুপস্থিত থাকায় আগামী অক্টোবর ১৪ তারিখ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।
এর আগে সকালে করা নিরাপত্তার মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ।