দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার ডাকাতি মামলায় ১ জনকে ২ দিনের রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
সোমবার (৩১ আগস্ট) সকালে সোনারগাঁও থানার ডাকাতি মামলার আসামী মাসুম (৩৫ ) এর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ । শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড প্রাপ্ত আসামী হলো নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার শহীদনগর ( শান্তিনগর ) গ্রামের আব্দুল সৈয়দের ছেলে মাসুম (৩৫)।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মো জাকির হোসেন একজন ব্যবসায়ী এবং জীবিকার প্রয়োজনে তিনি ঢাকায় বসবাস করেন। জাকির হোসেনের পৈত্রিক বসত বাড়িতে তার বৃদ্ধ মা-বাবা বসবাস করেন। গত ২৬ ফেব্রুয়ারি মাসে জাকিরের মা-বাবা রাতের খাবার শেষে রাত অনুমান ১১ দিকে ঘুমিয়ে পড়ে । তারপর ২৭ ফেব্রুয়ারি রাত ২ টার সময় অজ্ঞাতনামা মুখোশধারী ৯/১০ জন ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত করে বাদীর জাকিরের বাড়ির উত্তর-পূর্ব দিকে বাউন্ডারী ওয়াল টপকাইয়া কাটার দিয়ে থাই গ্লাসের লক ভেঙে ও গ্রীল জানালার তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে।।
অতঃপর বিদেশী চাউর লাইট, ২ টি হাত ঘড়ি,টর্চ লাইট, ৫টি মূল্যবান কাশ্মিরী শাল, মূল্যবান কাপড় চোপড়, স্বর্ণাংকার ১২ ভরি নিয়ে যায়। সেসময় দুই জন আসামী ময়মনসিংহ ও মাদারীপুরোদা আঞ্চলিক ভাষায় কথা বলে । আসামীরা ভীতি দেখিয়ে টাকা স্বর্ণালংকার কোথায় আছে জানতে চায়। আসামীরা জাকিরের মা বাবার ট্রাংকে থাকা তালা ভেঙ্গে নগদ ৩০,০০০ টাকা সহ ট্রাংকে থাকা সব কিছু লুট করে নিয়ে যায় ।
তারই ধারাবাহিকতার পেক্ষিতে জাকির বাদী হয়ে ৩৯৯/৪০২/৩৪ ধারায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন । পরে মামলাটি রের্ফাড করা করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায়। জেলা গোয়েন্দা শাখার তদন্তে গত ২১ আগস্ট ডাকাতি মামলার প্রধান আসামী মাসুমকে গ্রফতার করতে সক্ষম হয়।