দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন, নারায়ণগঞ্জ জেলা সমাজ সেবা উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার সহ সকল ইউনিয়ন সচিব, ইউনিয়নের উদ্যোক্তা ও ইউনিয়ন সমাজ সেবা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ডিজিটাল পেমেন্ট ও ভাতাভোগীদের তথ্য এম আইএস এ অন্তর্ভুক্তিকালে অনুসরণীয় নির্দেশাবলী দেওয়া হয়।