দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চারটি গোডাউন ও তিনটি পাইকারী দোকানে অভিযান চালিয়ে ৯ হাজার ৩ শত ৫৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে যৌথ বাহিনী।
এসময় গোডাউন ও দোকানের তিন মালিকদের ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত র্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর ও সোনারগাঁ উপজেলা প্রশাসন উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করেন।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইদ আনোয়ার, ও র্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিন অবৈধভাবে গোডাউনে মজুদ ও বিক্রির অপরাধে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচা বাজারের ৪টি গোডাউন ও ৩টি পাইকারী দোকানে অভিযান চালানো হয়।
এসময় মোঃ হাবিবের মালিকানাধীন আল আমিন এন্ড ব্রাদার্স নামের একটি দোকান ও তিনটি গোডাউনকে ২ লাখ, মেসার্স হাবিব ষ্টোর নামে একটি দোকান ও একটি গোডাউনের মালিক মোঃ হাবিবকে ১ লাখ ও গাফ্ফার ষ্টোরের মালিক গাফ্ফারকে ২০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।
তিনি আরো জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।