দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ২১ আগষ্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা।
মঙ্গলবার (২৫ আগষ্ট) বাদ আছর নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার জাকির আহম্মেদ, প্রধানবক্তা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিএম শফিকুল ইসলাম, বদিউল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা, ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। সেই সাথে তৎকালিন সময় গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।