Wednesday, October 14, 2020
প্রচ্ছদ লিড-২ বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে: বাদল

বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে: বাদল

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেছেন, বঙ্গবন্ধু বেচেঁ থাকলে আজ বিশ্ব নেতৃত্ব দিতেন।কিন্তু কতিপয় ব্যক্তি নিজ স্বার্থে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস  করে দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু হত্যাকারীকে ফাঁসি দিলেও বাকীদের ফাঁসি না দিলে তারা আবারো দেশের ক্ষতি করতে পারে।আমি বঙ্গবন্ধুর আতœার মাগফেরাত কামনা করি।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে নেওয়াজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেখ রাসেল স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি নুর হোসেন সওদাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টায় গোগনগর ফকিরবাড়িতে গোগনগর ইউপি ও শেখ রাসেল স্মৃতি সংসদ সদর থানা আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ, ওমর ফারুক, মোঃ রাজা মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সেকান্দার আলী, সৈয়দ হোসেন, ইদু মিয়া, ইলিয়াস,পাভেল সওদাগর প্রমুখ। পরে দুঃস্থদের মাঝে খিচুঁরী বিতরন করেন।