দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মানববন্ধনে বক্তারা বলেন রাষ্ট্রের ব্যার্থতায় শিক্ষাঙ্গন,পরিবহন, কর্মস্থল, গৃহ, পাহার সমতল আজকে সর্বক্ষেত্রে ধর্ষনের অভয়ারাণ্য পরিনত হয়েছে, আর এসকল কর্মকান্ডের সাথে সরকারী দলের ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের নাম বেরিয়ে আসছে।
নগরীর প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় নারায়নগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচী পালন করে।
এসময় সাংস্কৃতিক জোট এর আহবায়ক ভবানী শংকর রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, এ্যাড,এবি সিদ্দিক, কমিনিষ্ট পার্টির সভাপতি ,হাফিজুর রহমান রথিন্দ্র নাথ চক্রবর্তি, সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি আবু নঈম খান বিপ্লব,
গনসংহতি রাব্বী বলেন এবছর ৮৮৯ জন নারী ধর্ষিত হয়েছে, যার ফলে সিলেট এমসি কলেজে ছাত্রলীগ কতৃক এঘটনা ঘটিয়েছে।
আর এসমস্থ ধর্ষেনের ঘটনায় আজ বিচার হচ্ছে না। আজকের পুলিশ জনগনের নয় মনে হচ্ছে আওয়ামীলীগের অংগ সংগঠন। কিভাবে কলেজ বন্ধ থাকার পর ছাত্রলীগ নেতা কর্মীরা অবস্হান করে। আর তদন্ত কমিটির নামে মামলাগুলিকে ফাইলবন্দী করা হয় তখন আলোর পথ দেখেনা, বর্তমানে সরকারের রগে রগে দুর্নিতি বিরাজ করছে। গনসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন, সমমনার সভাপতি দুলাল রায়, জাহিদুল হক দ্বীপু, লক্ষি চক্রবর্তি প্রমুখ।