দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের খানপুর রেললাইন সংলগ্ন এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা চিকিৎসক সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।
নিহতরা হলেন, সাত বছরের শিশু জুবায়ের, দেলোয়ার হোসেন, কুদ্দুস ব্যাপারী, সাব্বির, জামাল , জুনায়েদ , মোস্তফা কামাল, রিফাত, রাশেদ, হুমায়ুন কবির, ইব্রাহীম, জুয়েল।
তিনি আরও জানান, দগ্ধ ব্যক্তিদের বেশির ভাগের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাঁদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, শুক্রবার রাতে এশার নামাজ চলাকালিন খানপুর রেললাইন সংলগ্ন বায়তুস সালাত জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মসজিদে ৬০ থেকে ৬৫ জনের মতো মুসল্লি ছিলো। যারা সবাই কমবেশি দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে গুরুতর ৩৭ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে, শনিবার দুপুর দেড়টায় ঘটনাস্থলে পরিদর্শন করেন সাংসদ শামীম ওসমান। সেখানে তিনি সবাই বিষয় খোজ খবর নিচ্ছেন।