দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নগরীর নন্দিপাড়াস্থ ভিকি হেয়ার ড্রেসার এর কর্মচারী সুলভ চন্দ্র দাস (২২) নামে এক যুবক ৩ দিন যাবৎ নিখোজ রয়েছে। এ বিষয় প্রতিষ্ঠানটির মালিক কার্তিক চন্দ্র নম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেছন। জিডি নং ৯০১।
জিডির ভিত্তিতে জানা যায়, লক্ষীপুর রামগঞ্জ ১নং সাপলীপাড়া এলাকার মরণ চন্দ্র দাস এর ছেলে সুলভ চন্দ্র দাস এক মাস পুর্বে নগরীর নন্দিপাড়াস্থ ভিকি হেয়ার ড্রেসার এ কাজে যোগদান করেন।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় খাবারের কথা বলে বের আর ফিরে আসেনি। বের হওয়ার সময় তার পরনে ছিলো কপি কালার টি-র্শাট ও কালো জিন্সের প্যান্ট।
পরবর্তীতে ভিকি হেয়ার ড্রেসার মালিক কার্তিক চন্দ্র নম তার পরিবার ও আতœীয় সজনদের সাথে যোগাযোগ করে সন্ধ্যান পায়নি।
এ বিষয় ভিকি হেয়ার ড্রেসার এর মালিক কার্তিক চন্দ্র নম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেন।