দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ প্রতিনিধি সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৩ সেপ্টেম্বর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিনিধি সভাটি।
প্রতিনিধি সভাটি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃদেলোয়ার হোসেন খান(ওবায়েদ)এর সভাপতিত্বে প্রধান অতিথি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুর রহমান হেলো সরকার হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করে।
এই সংগঠনের সাথে যুক্ত হয়ে কামাই রুজি করার কোন পথ বা সুযোগ নেই। যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে লালন করে তাদেরকে আমরা এই সংগঠনের নেতৃত্বে চাই।
তাদেরকে নিয়েই আমরা আগামী দিনে স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর স্বপ্নের সোণার বাংলা বাস্তবায়নের জন্য। যারা চেহারা দেখানোর জন্য মঞ্চে আসে তাদেরকে আমাদের দরকার নাই।
তিনি আরো বলেন, শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করে প্রতিটি ঘরে ঘরে একজন করে শেখ রাসেল সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে হবে।
প্রতিটি শিশু-কিশোর যেন এ দেশের সঠিক ইতিহাস জানতে পারে সেই লক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সর্বস্তরের কর্মীদের কাজ করতে হবে।আর আজ যারা প্রতিনিধি সভায় উপস্থিত ছিলো না তাদেরকে জেলা,মহানগর, উপজেলা,থানা যে কমিটিই হোক সেখান থেকে তার সদস্যপদ বাতিল করা হবে।
প্রতিনিধি সভায় জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন খান ওবায়েদ ও সাধারন সম্পাদক এম.এ স্বপন মন্ডল এবং মহানগর শাখার সভাপতি ফাহিম ভুইয়া এমিল ও সাধারন সম্পাদক নূর মোহাম্মদ দেওয়ানকে নির্বাচিত করে
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয় এবং পরে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃমজিবুর রহমান হাওলাদার, সহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সোনারগাঁ, বন্দর, রুপগঞ্জ, আড়াইহাজার, সিদ্বিরগঞ্জ থানা কমিটির সদস্যরা।