দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এর সিদ্ধান্ত মোতাবেক এ দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে ২০১৮ সালের ৬ জুন আবুল কাউছার আশাকে সভাপতি ও সাখাওয়াত রানাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়। এর ঠিক ১৩ মাস পর ২০১৯ সালের ৮ আগষ্ট ১৬১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ১৭ সেপ্টম্বর সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবন্দর নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত রানাকে সরিয়ে সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়।