দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার বক্তাবলীতে যাত্রীবেশে অটোরিক্সা চালককে খুন অটোরিক্সা নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার দিবাগত রাত ১২টার সময় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক বেলাল মিয়া (৩০) রংপুরের পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার সেকান্দার আলীর ছেলে। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার শাহী মসজিদ এলাকার হালিম মিয়ার বাড়িতে পরিবার সহ ভাড়া থাকতেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মধ্য মুসলিম নগর এলাকার মৃত নুরুল হকের ছেলে জাহিদ হাসান (২৭), চর কাশিপুর দিঘলীবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে রবিউল (২৫) ও চর কাশিপুর এলাকার মৃত খলিল মোল্লার ছেলে বোরহান (২২)।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, রবিবার রাত প্রায় সাড়ে ১২টার সময় ছিনতাইকারীরা অটোরিক্সা চালক বেলালকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ নদীর তীরে ফেলে দেয়। এরপর অটোরি´া নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে তিনজনকে আটক করে।
তখন বেলালের বিষয় জানতে চাইলে আটক তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিলে তারা নদীর তীরে নিয়ে পরে থাকা বেলালের মৃতদেহ দেখিয়ে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, অটোরিক্সা চালক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।