দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নগরীর খানপুর রেললাইন সংলগ্ন মসজিদের বিস্ফোরনের স্থান পরির্দশন এবং এ ঘটনায় নিহত ও আহত পরিবারের খোজ খবর নেন মহানগর বিএনপির সভাপতি ও ৫ আসনের সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম।
শনিবার (৫ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫ টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে আমরা যা জানতে পেরেছি, সেটা যদি সত্যি হয় তাহলে এর দায় ভার তাদেরকেই নিতে হবে। আমরা সরকার ও প্রশাসনকে আহবান করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।
আর বিস্ফোরনের ঘটনায় যারা আহত হয়েছে তাদের সুচিকিসার ব্যবস্থা করুন। পাশাপাশি আহত ও নিহতদের পরিবারের প্রতি খেয়াল রাখুন।
আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে বিস্ফোরনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।