দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নগরীর খানপুর মসজিদে বিস্ফোরনের ঘটনায় আহতদের সুস্থতা এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়ার আয়োজন করেন মহানগর বিএনপির নেতা আমিনুল ইসলাম মিঠু।
বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) বাদ আছর দেওভোগ বড় মসজিদে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেওভোগ মসজিদের খতিব ও ইমাম মাওলানা মহিউদ্দিন সিদ্দিকী।
মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু,
যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা লোকমান হোসেন, হামিদ, তোফাজ্জল হোসেন, আজিজুল হক, মোতালেব হোসেন, কবির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।