দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী সরকার দেশের গণতন্ত্র হরন করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলো। যেটা দেশের প্রথম নির্বাচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী সময় বহু দলীয় গণতন্ত্রে পরিবর্তন করেন। ২০০৬ এর পরবর্তী সময় থেকে দেশের গণতন্ত্র পুনরায় বিলুপ্ত হয়ে গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদ মাগরিব কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও নাসিক ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়সা আক্তার দিনার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মসজিদে বিস্ফোরনের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও মিলাদ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে দেশে ভোটাধিকার নাই সে দেশে গণতন্ত্রে কোথায় থাকে। ক্ষমতাশীনদের নেতৃত্বে দেশকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছে। এখন তারা মসজিদের বিস্ফোরনের ঘটনাকেও ভিন্নখাতে পরিনত করতে চাইছে। আমরা প্রশাসনের কাছে আহবান করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক।
এ সময় আরও উপস্থিত ছিলো মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, মহানগর মহিলা দলের যুগ্ম-আহবায়ক জোবাইদা নাসরিন রানী, ডলি আহম্মেদ, মহানগর মহিলা দলের নেত্রী নাসিমা, মিনু, দীপলী মাজেদা, সাহিদা আসমা, মামুনী সহ অন্যান্য নেতৃবৃন্দ।