দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো- নাহিদ হাসান (২৭), রহিম শাহরুখ (২৪) ও মো: সোহেল (২০)। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে আদমজী নতুন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ মো: জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত নাহিদ হাসান ও রহিম শাহরুখের বাড়ি সিদ্ধিরগঞ্জের আদমজী নতুনবাজার ও ৩নং বালুর মাঠ বিহারীপট্টি এলাকায় এবং মোঃ সোহেলের বাড়ি পটুয়াখালীর সদর থানার জামলা এলাকায়।
তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।