দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা,বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মজিবর রহমান বলেছেন,আমার রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি জুলহাসের জমির সাথে কোন সম্পৃক্ত নই।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সস্তাপুর নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপরোক্ত কথা বলেন।
মজিবর রহমান আরো বলেন, সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক সত্য উদঘাটন করা আপনাদের কাজ। তাই আমি আপনাদের শরনাপন্ন হয়েছি।
তিনি বলেন সস্তাপুর এলাকার ভূমিদস্যু,রাজাকার ছিল জুলহাস। রাজাকার হিসেবে এলাকায় নানান অপকর্ম করেছে। নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে উনার কোন মুক্তিযোদ্ধার সনদ নাই।
জুলহাস একজন ফাস্ট ক্লাস বাংলা মওদুদি,বিভিন্ন মসজিদ,মাদ্রাসার রিসিট ছাপিয়ে চাঁদা তুলতো। ইট,বালু সিমেন্ট, টাকা উঠাইয়া খায় এটাই তার ব্যবসা। এলাকায় ৩/৪ টা বিয়ে করেছে। মদ খেয়ে চোখের জ্যোতি কমিয়ে ফেলেছে। উনি কেন এ কাজ করেন আমি প্রশাসনের নিকট বিচার চাই।