দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পক্ষকাল (২ সপ্তাহ কর্মদিবস) এর উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থায়ী টিকা কেন্দ্রে।
এবছর নারায়ণগঞ্জ জেলায় ১১২৮টি টিকাদান কেন্দ্রে মোট ৩ লক্ষ ২৭ হাজার ৯৭৩ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।
রবিবার (৪ অক্টোরর) সকালে উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
উদ্বোধনের সময় নারায়ণগঞ্জ সিভিল সার্জন ড.মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ভিটামিন এ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ। এ ক্যাপসুলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোনো কুচক্রি মহলের কথা শুনে নিজের সন্তানকে ঝুঁকিতে ফেলবেন না। কোনো গুজব ছড়ালে আমাদের জানান। এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক মতিউর রহমান,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম,
সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, সহকারী কর্মকর্তা সদানন্দ রায়, জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক স্বপন দেবনাথ, জেলা ইপিআই সুপারিয়েনটেন্ডডেন্ট লুৎফর রহমান, জাফর উল্লাহ ও ইসমাইল হোসেন প্রমূখ।