দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগ, নারায়ণগঞ্জ জেলা মহিলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জেলা কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রেহেনা বেগমের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি নুর আক্তার বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জেড এম কামরুল আনাম।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারণ সম্পাদক হাসনা আলম আসমা, সহ সভাপতি হুমায়রা হেনা,
শান্তা ফারজানা, জেলা কমিটির আহবায়ক সুমন হাওলাদার, জেলা কমিটির সদস্য সচিব আবু সাইদ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি জাহিদ চৌধুরী, ফতুল্লা থানা কমিটির সহ-সভাপতি দীন ইসলাম বাবু, সাধারণ সম্পাদক বর্ষা বেগম, সাংগঠনিক সম্পাদক হাসমত উল্লাহ সাগর, রাহেমা বেগম, জাহাঙ্গির হোসেন, মোঃ জসিম, আঃ রহমান, নাজমা আক্তার প্রমুখ।