দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জে জেলার সুনামধন্য রেস্টুরেন্ট হোয়াইট হাউজ, সুগন্ধা ফুড প্রোডাক্ট ও মেলা ফুড ভিলেজকে ১,১০,০০০/- (একলক্ষ দশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করে জাতীয় ভোক্তা অধিকার।
মঙ্গলবার (১৩ অক্টোবর)সকাল থেকে এই বাজার অভিযানটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা উপ-পরিচালক মোঃসেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে সদর উপজেলা, চাষাড়া, জামতলা ও গলাচিপা এলাকায় অভিযান পরিচালনা করে প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদউর্ত্তীন তারিখ না থাকা,
ফ্রিজে রান্নাকরা বাসি খাবার ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী হোয়াইট হাউজ রেস্টুরেন্টকে ৪০,০০০/-(চল্লিশ হাজার), ৩৭ ধারা অনুযায়ী সুগন্ধা ফুড প্রোডাক্ট রেস্টুরেন্টকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) এবং ৪৩ ধারা অনুযায়ী মেলা ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ২০,০০০/-(বিশ হাজার)টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার অভিযানের সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা ক্যাব, চেম্বার অব কমার্স, জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।