দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরস্থ র্যালী লেজাস এর পুজা মন্ডপ পরিদর্শনে আসেন নগরীর ২২নং ওয়াড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ।
রোববার (২৫ অক্টোবর) রাত ৯ টায় তিনি এ মন্ডপ পরির্দশনে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুজা কমিটির সভাপতি পবিত্র বাবু দিলিপ বিশ্বাস, মোঃরাছেল, পনির বুয়া, মোঃরাজু আবদুল রহমান, অজিদ দাস প্রমূখ।