দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এর মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
রোববার (৪ অক্টোবর) বাদ আছর কদম রসূল দরগাঁ জামে মসজিদে এ আয়োজন করা হয়।
এ মিলাদ ও দোয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এর মা সহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা’র সুস্থতা কামনা করা হয়। সেই সাথে বৈশ্বিক মহামারি করোনায় মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুর পরিচালনায় মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি শরীফ মোল্লা, মোস্তাক আহমেদ, আরাফাত চৌধুরী, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহ আলম মাষ্টার, সালেহ আহমেদ ওপেল,
সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, সমবায় বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম,
মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর হোসেন, আলতাব হোসেন, নুরুল ইসলাম, মুহাম্মদ রিয়াদ, জুয়েল হোসেন, তোফাজ্জল, সোহেল, শাকিল, আলী নুর, আলী হোসেন, জিকু আহম্মেদ, সাদ্দাম হোসেন, জনি, আকাশ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ।