দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ৯৯ এর গেট-টুগেদার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আছর আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগারস্থলে এ আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় সমসাময়িক বিষয় তুলে ধরা হয়। সেই সাথে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের লকডাউনের সময় অসহায় দু:স্থদের মাঝে সহয়তা এবং বর্তমান পরিস্থিতিতে তাদের পাশে থাকার বিষয় উল্লেখ্য করা হয়। এবং করোনা কালিন সময় থেকে এখন পর্যন্ত একবেলা রান্না করা খাবার বিতরণ চালিয়ে যাওয়ার বিষয় আলোচনা করা হয়।
এছাড়াও সংগঠনটির কার্যক্রম সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয় গুরুত্বপুর্ন আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ আলোচনা সভায় অরাজনৈতিক ও সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ ৯৯ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।