দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদস্য ও নবগঠিত সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন মিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ,
সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ।
প্রেরিত এক শোকবার্তায় তারা বলেন, মরহুম শাহাদাত হোসেন মিরাজ রাজপথের অকুতভয় সৈনিক ছিলেন। দলীয় প্রতিটি কর্মসূচিতে সামনের সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তার মৃত্যুতে পরিবারবর্গ, আত্মীয় এবং গুণগ্রাহীরা শোকাহত। তার এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত।শাহাদাত হোসেন মিরাজ বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।