দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের মা মোসা: রোকেয়া খাতুন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার রাত ৮টায় ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে ব্রেন স্টোক করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার জানাযা শেষে বৈদ্যেরবাজার হাড়িয়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো:রেজাউল করিমসহ সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্যরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানান।