দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের আওতায় দীর্ঘ ১৮.৭৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌরসভার গোলয়ালদী খাঁন বাজার এলাকায় এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাওঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।
সোনারগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো.ফারুক হোসেন,সোনারগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো.নাজমুল হাসান,সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত,সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক এম এ জামান,সদস্য সচিব মো.শফিকুল ইসলাম শফি,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রব,সোনারগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি,জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা শাহ মো.হানিফ।
এসময় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।