দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: উচ্চ আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে এক ব্যবসা প্রতিষ্ঠান আবারও দখলের চেষ্ঠার অভিযোগ উঠেছে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরের বিরুদ্ধে।
শুক্রবার (৬ নভেম্ব ) সকাল ১১ টার সময় নিতাইগঞ্জের আর, কে দাস রোড, ১৪/১৫, আজমীর ট্রেডিং এর সামনে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে আজমীর ট্রেডিংয়ের মালিক হাজী আব্দুর রহমান বলেন, মেয়র সেলিনা হায়াৎ আইভির বোনজামাই হওয়ার সুবাদে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের হাই কোটের আর্দেশ অমান্য করে জোরপূর্বক আজমীর ট্রেডিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য প্রকাশ্যে হুমকি প্রধান করেন।
তিনি আরও জানান, আব্দুল কাদের আজমীর ট্রেডিং বন্ধ থাকা অবস্থায় প্রতিষ্ঠানের মুল ফটকের শাটার ভেঙে ফেলার চেষ্ঠা করেন। খবর পেয়ে হাজী আ: রহমান এর ছেলে ঘটনা স্থলে গেলে তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন ক্ষমতা কি একদিনই দেখাব!ঐ দিন এক হাজার লোক নিয়ে বুঝাব কাদের ক্ষমতা কি!
প্রসঙ্গত গত (২৮ এপ্রিল) সকাল ৮ টার সময় আব্দুল কাদের এর নির্দেশে আজমীর ট্রেডিং এর সামনে মালামাল রাখেন। সেখানে অবস্থানরত আব্দুল কাদিরের কর্মচারী মোঃ শাহিন সংবাদকর্মীকে জানান, তার মালিক আব্দুল কদিরের অর্ডার নিয়েই এখানে মালামাল রাখা হয়েছে।
জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের তার বক্তব্যে বলেন, আমি জুম’আ নামাজের উদ্দেশ্যে বের হই। এসময় তাদের প্রতিষ্ঠানের শাটার মেরামত করছে। আমি তাদের এমন কিছু করিনাই। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা দায়রাজজ ২য় আদালত থেকে আমি রায় পেয়েছি।
বিবাদী আ: রহমান সেই রায়ের প্রতি আপিল করলে মহামান্য হাইকোট নিষেধাজ্ঞা জারি করেন।