দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর অর্থায়নে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ষ্ঠ তলা ও ১ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর অর্থায়নের লিফটের উদ্বোধন হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস কøাবে অবস্থিত ছিনামন রেষ্টুরেন্টে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা রাজনীতি করি যদি তাদের কারো শরীরে ধাক্কাও লাগে সেটাও সাংবাদিকরা সংবাদ আকারে প্রকাশ করে। প্রেস ক্লাবে ভালো-মন্দ উভয় ধরনের মানুষই আছে। আমাদের নিয়েই সাংবাদিকরা বেশী লেখালেখি করে। কিন্তু তবুও আমরা ধৈর্য্য ধারন করি। কারন সত্যের জয় পরিশেষে হয়। তাই বলবো যারা সাংবাদিকতা করেন তারা সর্বদা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলতে পারিনি, আমি একজন মুক্তিযোদ্ধা সেটাও বলতে পারিনি। কারন একথা বললেই আমাদেরকে মামলার হামলার শিকার হতে হয়েছে। আমাদের ছেলেমেয়েরাও ঠিকমত পড়ালেখা করতে পারেনি। যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে তাদের অনেকেই বড় হতে পারেনি। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী ছিলো তাদের অনেকেই আজবড় হয়েছে।
অনেক ধন-সম্পত্তির মালিক হয়েছে কিন্তু দেশের জন্য চিন্তা করেনি। দেশের জন্য চিন্তা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন।
তাই আমাদের প্রত্যেকের উচিত দেশকে উন্নয়নের জন্য কাজ করা। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম।