দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অবিলম্বে খানপুর হাসপাতালের সাধারণ চিকিৎসা সেবা চালু করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
রোববার(১ নভেম্বর) সকাল ১১ টার সময় নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মূল গেইটের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়েছে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানপুর হাসপাতালের সংলগ্ন ঔষধ ফার্মেসী মালিক, স্থানীয় ক্লিনিক মালিক ও স্থানীয় সাধারণ এলাকাবাসী।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ জনগণ তাদের নিত্য স্বাস্থ্য সেবা থেকে অনেক দিন থেকে বঞ্চিত হচ্ছে।আশেপাশে আর সরকারি হাসপাতাল নেই।
মার্চ মাস থেকে এখন পর্যন্ত ০৮ মাস খানপুর এলাকার গরীব ও সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা না পাওয়ার কারণে তাদের বেহাল অবস্থা হয়ে দাড়িয়েছে। আজ তারা বিভিন্ন প্রকার রোগে ভোগে নানা প্রকার শারিরীক ও মানসিক কষ্টসহ মানবেতর জীবন-যাপন করছে।
স্থানীয় জনসাধারণ সকলের আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে ক্লিনিকে গিয়ে সকলের বেশি টাকা খরচ করে চিকিৎসা সেবা নিতে পারছে না।
তাই আমরা স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ আমাদের অধিকার যাতে আমরা ফিরে পাই তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন বরাবর আমাদের জোর দাবি জানাচ্ছি।
আমাদের এই কষ্টকর জীবন থেকে মুক্তি লাভ করতে আমাদের প্রাপ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অবিলম্বে, যে ভাবেই হোক খানপুর হাসপাতালের সাধারণ চিকিৎসা সেবা চালু করার জোর দাবি জানাচ্ছি।