দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: “কমলা রঙের বিশ্বে নারী বাধাঁর পথ দেবেই পাড়ি “এই প্রতিপাদ্য কে নিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০।
সোমবার (৩০ নভেম্বর) চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আর্দশ মহিলা কল্যান সোসাইটির নির্বাহী পরিচালক এডভোকেট নুরজাহান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আসাদুজ্জামান সরদার,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন,
বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি ফরিদা আক্তার,নাসিক কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ। জেলা প্রশাসক জসিমউদদীন বলেন, দেশের ও বিশ্বউন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম।
নারীরা আমাদের স্ত্রী, মা,বোন,নানী,দাদী ভেবে চললে নারী নির্যাতন কমে আসবে। দেশের নারী নির্যাতন বন্ধে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।