দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২৪শে নভেম্বর তাজরীন ফ্যাশন এর অগ্নিকাণ্ডের ৮ বছর উপলক্ষে শোক সভা ও মানববন্ধন করেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
মঙ্গলাবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত।
বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. সুমন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন আহমেদ রোমেল, সহ-সভাপতি অরবিন্দ বেপারী বিন্দু,
নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মোস্তাক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা একটি মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কর্মসূচি শেষ করেন।