দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করে মহানগর যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় নগরীর দিগু বাবুর বাজারস্থ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নাজমুল হক রানা, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, মহানগর যুবদল নেতা ফখরুল হাসান, মামুন খান, জাকির হোসেন, হালিম, নুরুজ্জামান, মিজান, পারভেজ, রাহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।