দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দীর্ঘ চার ঘণ্টা পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সকালে ডিএমপির চেকপোস্ট বসানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা।
সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় চেকপোস্ট বসানোর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জালকুড়ি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
দুপুর ২টার পর চেকপোস্ট সড়িয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, চেকপোস্ট বসানোর ফলে যানজটের সূত্রপাত হয়েছিল। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।