দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.নওশেদ আলী ( ৬২ ) ইন্তেকাল করেছেন (ইন্নানি—রাজিউন)। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ইন্তেকাল করেন।
নওশেদ চেয়ারম্যানের মৃত্যুর সংবাদে গোগনগর ইউনিয়নে শোকের ছায়া নেমে পড়ে। দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এম.নওশেদ আলী সদালাপী এবং সহজ সরল ভাষার মিষ্ট ভাষী ছিলেন।
তার বড় ছেলে কাশেম পিতার মৃত্যুর সংবাদ জানিয়ে বলেন, পৌনে ৭টায় তিনি ইন্তেকাল করেছেন। তার লাশ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দ্যোশে রওনা দিয়েছি। তার নামাজে জানাযার বিষয়টি পরে জানানো হবে।