দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সহ-সভাপতি মরহুম এস,এম খায়রুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সালেহীন কবির শাওনের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে ৬ অক্টোবর শুক্রবার বাদ আছর ফতুল্লার পুলিশ লাইন, লৌহ মার্কেট সংলগ্ন বায়তুল আবেদ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আল আশরাফ বিন্দু, সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি ফারুক আহম্মদ রিপন,
ইকবাল আহমেদ, শাহাদাত হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো,শাহেদুল হক সুমন, আক্কাস আলী মোল্লা, অর্থ সম্পাদক নুর এ আলম সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মুকুল মো আনিছুর রহমান মো আশরাফ আলী, ডা : মোস্তাফিজুর রহমান মো: শাওন হোসেনসহ প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মরহুম এস , এম খায়রুল হাসান এর বড় ছেলে লাবিব মরহুম সালেহীন কবির শাওন এর পিতা কায়কোবাদ সিদ্দিকী কবির
এছাড়াও তাদের পরিবারের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
দোয়া পরিচালনা করেন বায়তুল আবেদ জামে মসজিদ এর খতিব সাহেব।
উল্লেখ্য, গত ১২ জুলাই ২০১৯ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শাওন এবং ২০২০ সালের ১১ অক্টোবর ষ্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে খায়রুল হাসান ইন্তেকাল করেন।