দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বন্দরে সরকারি কদমরসুল কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ায় আয়োজন করা হয় ।
শনিবার (২১ নভেম্বর) বিকাল ৫ টায় বন্দরে কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান খান জিসানের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, সহ-সভাপতি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাফুজুর ইসলাম পাপন ,
মহানগর ছাত্র দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তাধির হোসেন হৃদয়, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নূরল ইসলাম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি রাফি হাসান রাজু, বন্দর থানা ছাত্র দলের সদস্য সচিব সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ।