দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর প্রেসক্লাবে বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠিত সভায় ক্লাবের উন্নয়নসহ বন্দরের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান কমল খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহিদুজ্জামান ফিরোজ, জি এম মাসুদ, আতাউর রহমান,
এড. শাহ্ আলী মোহাম্মদ পিন্টু খান আঃ আলীম। ক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন, সহ সভাপতি কবির হোসেন, কাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক ইমরান মৃধা, নুরুজ্জামান মোল্লা, মাহফুজ জাহিদ,
জি এম মজনু, আরিফ হোসেন কনক, জি এম সুমন, দ্বীন ইসলাম, মেহেদী হাসান রিপন, মেহেবুব মিয়া প্রমুখ। সভায় কমল খান বলেন, সাংবাদিকদের দিকে চেয়ে কেউ রক্তচোখ করবে তা হবে না। অপরাধ দমনে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সত্যের দ্বারা অব্যহত রেখে সাংবাদিকরা কলম চালালে অনেকের গায়ে লাগে। তখন সত্যের কলম বন্ধ করতে নানা কৌশল আটেন। সাবধান সাংবাদিকদের দিকে বাকা চোখে তাকালে তার ভবিষ্যত অনেকটা খারাপ হবে। পাশাপাশি সাংবাদিকদেরও নিজ পেশার দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান।
যেখানে অন্যায়, অপরাধ হবে সেখানের সত্য বিষয়টি তুলে ধরবেন। তা কার বা কোন ভাইয়ের বিরুদ্ধে গেল দেখার বিষয় না। সাংবাদিকরা অন্য জগত থেকে আসেনি, কেউ বাকা দৃষ্টিতে দেখলে বিন্দু পরিমাণ আর ছাড় দেয়া হবে না।