দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি আয়োজিত প্রতিবাদ সভায় শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ করেন স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মো.জাবেদ রায়হান।
বুধবার ( ২৪ নভেম্বর ) বিকেলে সোনারগাঁ জি.আর.ইনষ্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলপুর্বক এ সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মো.জাবেদ রায়হান বলেন,এমপি লিয়াকত হোসেন খোকা পুরো সোনারগাঁবাসীর অহংকার।
যার সুনন্দন উন্নয়নের ফলে পুরো সোনারগাঁ আজ উন্নয়নে অন্যতম একটি কেন্দ্র রুপান্তরিত হয়েছে। যারা এ উন্নয়ন প্রেমীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার ছড়াচ্ছে তারা কখনও সোনারগাঁয়ের উন্নয়ন চায়না। আমি সেই সকল অপপ্রচারকারীদের ধিক্কার জানাই।
এদিকে প্রতিবাদ সভায় আগত সকলের মাঝে মাস্ক বিতরন করেন মো.সারজাহান সাজু। সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামানের সভাপাতিত্বে বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব,সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সহ-সভাপতি রফিকুল ইসলাম,সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,
পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম,সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, ফারুক আহম্মেদ তপন,দুলাল মিয়া, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী, রেজাউল করিম,সোনারগাঁ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক মাষ্টার,সারজাহান সাজু ও নূর আলী প্রমুখ।