দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আশিকুল ইসলাম শামীমকে আহবায়ক ও মো. হৃদয় হাসানকে সদস্য সচিব করে কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদ দেয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজের কার্যালয়ে কমিটির অনুমোদন দেন বন্দর উপজেলা ছাত্র সমাজের আহবায়ক নয়ন সরদার ও সদস্য সচিব পারভেজ আহাম্মেদ।
এছাড়াও যুগ্ম-আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন নাঈম ইসলাম প্রীতম, সজিব হোসাইন আবির, অনন্ত ইসলাম, ওয়াহিদ তানভীর ও সোহান খান। অপরদিকে সদস্য পদে দায়িত্ব পেয়েছেন, জাকারিয়া প্রধান, আকাশ আহম্মেদ, লিখন মীর, আজিজুল হক সিয়াম, রিয়াদ খান, রিয়াদ হোসাইন, শাহীন হাসান, আবিদ হোসাইন। সেই সাথে আগামী এক মাসের মধ্যে সম্মেলন করে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।