দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেওভোগ এলাকায় মামলার বাদীর বিরুদ্ধে ঘর তোলার অভিযোগ উঠেছে বিবাদীর পক্ষ থেকে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আদালতে পিটিশন মামলা নং ৬৫২/২০২০ ও স্মারক নং-এ ডি এম(এন)/১২৫৩ এর মামলায় ধারা ১৪৫ কায্যবিধি নোটিশ জারি হওয়ার পরও বিবাদী আরজুদা মায়া এ অভিযোগ করেন।
বিবাদী আরজুদা বেগম জানান, আদালত পিটিশন মোকাদ্দমার মাধ্যমে বাদী মানিক পিতা মৃত: মোক্তার হোসেন ওরফে ফকির চান দেওভোগ ৩০ নং এর এল এন এ রোড নারায়ণগঞ্জ, আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানাধীন সে: মি: ৬৮ নং দেওভোগ “ম” খন্ড মৌজাাস্থিত। আর, এস ২২৯, আর এস ২৪৫ নং খতিয়ানভুক্ত। এস এ ২৩৮ আরএস ২৯১নং দাগের ১ আনায় ২১ শতাংশ বাড়ী ও পুকুর ভূমি নালিশী ভূমি হয় বটে।
আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় গত ১০ ডিসেম্বর বিজ্ঞ আদালত উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ১৪৫ ফৌজদারী কায্যবিধি জারি করে। যে নোটিশে বাদী ও বিবাদীকে নালিশী ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে দুই পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন।
আমি আদালতের নির্দেশকে সম্মান করে সেই ভাবে চলছি। কিন্তু মামলার বাদী পক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে ঘর নির্মান করছেন। যা বিজ্ঞ আদালতকে অসম্মান করা হয়েছে। আমি এ বিষয় প্রশাসনের সহযোগীতা নিয়ে তাদের বাড়ির কাজ বন্ধ করার ব্যবস্থা করি। এতে বাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে আমার উপর যাপিয়ে পরে আমাকে নিলাফুলা জখম করে।
এ বিষয় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় বিচার দাবি করছি।