দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিশ্বের ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য আছে। সেখানে তো তারা ভাস্কর্য ভাঙার কথা বলে না।সেখানে ভাস্কর্য ভাঙার প্রতিবাদ হয় না তাহলে কি মুসলিম না অমুসলিম।নিশ্চয়ই না।ইরান,ইরাক,তুরস্ক,মালয়েশিয়া সহ মুসলিম অধ্যুষিত দেশে ভাস্কর্য আছে কিন্তু আপনারা তো তার প্রতিবাদ করেন নাই।তাহলে আজ কেনো বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনীতি শুরু করেছেন।ধর্মের নাম নিয়ে রাজনীতি করবেন না।এই সব বাদ দেন।ধর্মের নামে ভন্ডামি করা।
মঙ্গলবার(৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে উক্ত কথা বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। আব্দুল হাই আরো বলেন,যার ডাকে বাঙলার দাত কোটি মানুষ একত্রে হয়েছিলো সেই নেতার ভাস্কর্যে আঘাত বাঙালীরা মেনে নিবে না।
আওয়ামী লীগ মেনে নেবে না।নারায়ণগঞ্জ এর মানুষ সকল অন্যায় এর প্রতিবাদ করেছে।নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা ঘরে বসে থাকবো না এর দাত ভাঙা জবাব দিবো।
সংগঠনের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন,নারায়ণগঞ্জের মাটি আন্দোলনের ঘাটি।নারায়নগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাটি।যেই মাটির মানুষ কোনদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই।আর এই নারায়ণগঞ্জ মাটি থেকে উগ্র মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধ করা না হয়, কেউ বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বললে আমরা তা মেনে নিবো না।
পার্লামেন্ট এর মেম্বারদেরকে আমরা অনুরোধ জানাবো পার্লামেন্টে আইন পাস করতে হবে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করবে ও কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ও বিচারকের রায় অনুযায়ী ফাঁসি দিতে হবে।তার জন্য যদি আমাদের আন্দোলন করতে হয় আমরা করবো।রক্ত দিতে হলে দিবো তবু মৌলবাদীদের কোন স্থান আমরা দিবো না।আন্দোলনে যদি শহীদ হতে হয় তবু আমি সর্বপ্রথম আমার নাম লিখাতে চাই।
এর আগে সকাল ১০টায় নারায়ণগঞ্জের দুই নং রেলগেইট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সমাপ্ত হয় এবং প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল পারভেজ,ড.আবু জাফর চৌধুরী বিরু,সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলি,উপ প্রচার সম্পাদক নাসির উদ্দিন,জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃজুয়েল হোসেন,নারায়ণগঞ্জ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির,বীরমুক্তিযোদ্ধা কবির,ঢাকা কলেজের সাবেক ভিপি ও সোনারগাঁ পৌরসভা মেয়র প্রার্থী সহিত আহমেদ প্রমূখ।