দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ধর্মান্ধ উগ্র মৌলবাদী সন্ত্রাসীদের কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদান ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
রবিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, যুব ও মহিলা শ্রমিক লীগের উদ্যোগে চাষাড়া শহীদ মিনারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বিকার্য। তার ডাকে সাড়া দিয়েই সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। দেশ হয়েছিলো হানাদার মুক্ত। আজকে দেশ এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতু সহ বিভিন্ন উন্নয়ণ প্রকল্প আজ দৃশ্যমান। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
আজকে যখন সেই মহান নেতার ভাস্কর্য তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে সেই মুহুর্তে কিছু ধর্মান্ধ উগ্র মৌলবাদীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকী দিচ্ছে এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওলানাদের জন্য অনেক সুযোগ সুবিধা প্রদান করেছেন। আমরা তাদেরকে বলতে চাই, যদি পরবর্তিতে বঙ্গবন্ধুর আর কোন ভাস্কর্য ভাঙ্গা হয় তাহলে আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দেবো।
জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, সহ-সভাপতি সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, মান্নান মেম্বার, যুগ্ম সম্পাদক সিরাজুল হক, ব্যাংক ফেডারেশন সভাপতি আব্দুল কাদীর, রুপগঞ্জ থানার সভাপতি আব্দুল মজিদ, ফতুল্লা শিল্পাঞ্চল নেতা ফকির নূর হোসেন, ২৩নং ওয়ার্ড নেতা মোাঃ লিটন, এসিআই নেতা জাহাঙ্গীর হোসেন,
ধামগড় ইউপি সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক গাজী খোকন মিয়া, সহ-সভাপতি আব্দুল কাদীর, হাজ্বিগঞ্জ ৮নং ওয়ার্ড মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক রোজিনা আক্তার বিউটি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল ২নং রেল গেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।