দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাড. আনিসুর রহমান দ্বীপু বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ইসুতে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলবে। ১৯৭১ সালের মতো ঐ কাঠমোল্লাদের পরাজিত করে তাদের কে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্হিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পায়ের তলে নিয়ে আমরা বিচার করবো।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির আয়োজনের সমাবেশে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে এ্যাড. মহোসিন বলেন আমরা কখোনো ভাবিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ইসুতে কথা বলতে হবে,উনার ভাস্কর্যে হাত দেয় এটা ভাবতে দুঃখ লাগে। মনে হয় কুষ্টিয়ায় গিয়ে পিটিয়ে তাদের হাত ভেঙে দিয়ে আসি।
তিনি আরও বলেন যেই মানুষটি বাঙ্গালি জাতিকে সংগঠিত করে এদেশ কে ম্ক্তু করতে স্বাধীনতার ডাক দিতে গিয়ে জেল জুলম থেকে অনেক নির্যাতন সহ্য করেছেন, এমনকি বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ শহীদ হয় আজকে সেই কৃতিমান ব্যাক্তির ভাস্কর্য ভাঙ্গে কাদের স্বার্থে। অনেক বড় বড় ওলামা মশায়েখ, মাওলানা আছে তারা এ সমস্ত কাজে হস্তক্ষেপ করে না।
যারা এগুলো করছে তারা হলো পাকিস্তানের পেতআত্বা স্বাধীনতা বিরোধী একটি কুচক্রি মহল। মহোসিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানিয়ে বলেন যারা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে হাত দেয় তাদেরকে আইনের আওতায় এনে বিচার করুন,অন্যথায় আমরা আইনজীবীরা তাদের ধরে এনে বিচার করবো।
তিনি আরও বলেন শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নে মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনি দেশের মধ্যে জামাত বিএনপির পেতআত্বারা ওরাজকতা সৃষ্টি করে দেশের উন্নয়নের ধারাকে ব্যহত করার সরযন্ত্রে লিপ্ত হচ্ছে। এবার এদের কে প্রতিরোধ করতে আমাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুব হোসেনের সন্চালনায় আরো বক্তব্য রাখেন এ্যাড. ওয়াজেদ আলী খোকন (পিপি), এ্যাড. মেরিনা বেগম(জিপি), আওয়ামী মহিলা আইনজীবী সমিতির সভানেত্রী এ্যাড. সেলিনা ইয়াসমিন, এ্যাড. শামসুল ইসলাম, এ্যাড. খোকন সাহা, এ্যাড. কামরুল হাসান, এ্যাড. আব্দুল ওহাব, এ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, এ্যাড.মাসুদুর রউফ, এ্যাড. বিৎুদ সাহা প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাড. সুইটি ইয়াসমিন, এ্যাড. নুরজাহান, এ্যাড. জনি গোপ প্রমূখ।