দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, জিয়াউর রহমানের ভাস্কর্য দেশের বিভিন্ন স্থানে আছে। কিন্তু ওই জুনায়েদ বাবুনগরীরা জিয়াউর রহমানের ভাস্কর্য সংরক্ষণ করে, আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার হুমকি দিয়েছেন এবং ভেঙ্গেছেন।
আমি পরিষ্কারভাবে বলতে চাই, নারায়ণগঞ্জে ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করা হলে হাত ভেঙ্গে দিবো, হাত কেটে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিবো। মৌলবাদীর উত্থান ঠেকাতে হবে,ওদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। মাটির নিচ থেকে ওদের শিঁকড় টেনে ছিড়ে ফেলতে হবে ।
রোববার (৬ ডিসেম্বর) শহরের ২নং রেলগেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এড. খোকন সাহা আরও বলেন, আমরা জানি কারা ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করছেন । আপনারা আমাদের অস্তিত্বের উপর হাত দিয়েছেন, জাতীয় পতাকার উপর হাত দিয়েছেন। এটা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অংশ। শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গীবাদ মৌলবাদের উত্থান হতে দিবো না’।
আজকের এই বিক্ষোভ থেকে দাবি জানাচ্ছি, জঙ্গীবাদী ও মৌলবাদী সংগঠন গুলিকে এখন থেকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবু চন্দনশীল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, প্রচার সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, সদস্য মনিরুজ্জামান মনির,
আবেদ হোসেন, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যাসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাপ্ত হয়।