দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) বাদ মাগরিব কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,
মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, খালেদ মাহমুদ, সেলিম, বিএনপি নেতা মানিব বেপারী,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ হাওলাদার। বক্তব্যের পুর্বে শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।