দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীর বিরুদ্ধে ভূমীদস্যু ও তার পরিবার কতৃক হিন্দু দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগ এনে প্রতিবাদ প্রতীকী অনশন অনুষ্ঠিত।
বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নারায়নগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে এ কর্মসূচী পালন করে সর্বস্তরের সনাতন ধর্মালম্বী।
জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা’র সভাপতিত্বে প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করেন এফবিসিসিআইর পরিচালক প্রবির কুমার সাহা,সরোজ কুমার সাহা,
নারায়ণগঞ্জ জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি কাজল হায়দার খাঁন কাজল, ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, ইয়ার্ন মার্চেন্ট এসোশিয়েশন এর সভাপতি লিটন পাল। সনাতনধর্মালম্বী দের দাবির পক্ষে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড,খোকন সাহা,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,
ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীল, মহানগর,জাতীয় পার্টির আহবায়ক মোঃ সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহিন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সেচ্ছাসেবক লীগের মহানগরের সভাপতি জুয়েল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ সাফায়ত আলম সানী।
উপস্হিত ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাশ, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, রিপন ভাওয়াল,কৃষ্ণ আচায্য, ভোজন দাশ, নারায়নগন্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ প্রমূখ।