দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রূপগঞ্জে স্বামী শরীফ মিয়াকে হত্যার অভিযোগে স্ত্রী সুফিয়া বেগমকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি সুফিয়া নির্যাতন করে গলাটিপে হত্যা করেছে তার স্বামীকে।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া বস্তি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত শরীফ মিয়া একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
শরীফের বোন ফারজানা আক্তার বলেন, সুফিয়া শরীফের দ্বিতীয় স্ত্রী। তার আগেও স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পাঁচ থেকে ছয় মাস আগে কাউকে না জানিয়ে সুফিয়াকে বিয়ে করে শরীফ। যদিও সুফিয়ার তিন মেয়ে রয়েছে। তারপর থেকেই সুফিয়ার সাথে বসবাস করছে শরীফ। বেকার ও মাদকাসক্ত হওয়ায় সুফিয়া ও তার মেয়েরা মিলে শরীফকে প্রতিদিনই নির্যাতন করতো।
শুক্রবার সন্ধ্যায়ও ভাইকে মারধর করে আমায় ফোন দিয়ে গলাগাল দিয়ে বলে যাতে ভাইকে তার বাসা থেকে নিয়ে আসি। শনিবার দুপুরে লোক দিয়ে খবর পাঠায় আমার ভাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। কিন্তু ঘরে গিয়ে দেখি ভাইয়ের মরদেহ বিছানায় কিন্তু কোনো রশি ঝুলানো নেই। শরীরে আঘাতের চিহ্ন আছে। সুফিয়া ও তার সন্তানরাই আমার ভাইকে গলাটিপে হত্যা করছে। এখন বলছে আত্মহত্যা। আমি এর বিচার চাই।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই সঠিক কারণ বলা যাবে।