দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নগরীর বঙ্গবন্ধু সড়কে সুইট নেশনের উদ্ভোধন করা হয়। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের বেনু টাওয়ারে সুইট নেশন এর ২য় শাখার উদ্ধোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিঃ এর ডাইরেক্টর মোঃ তাজুল ইসলাম রাজিব,
ফকরুল ইসলাম রাহাদ ও মোঃ মাহামুদুল ইসলাম রিফাত। এ সময় উপস্থিত ছিলেন আজাদ-রিফাত ফাইবার্স লিঃ এর জি,এম মোঃ আসাদুজ্জামান, এ,জি,এম মোঃ মাসুদুর রহমান এবং এ,জি,এম মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।